
কাল থেকে শুরু হয়েছে এশিয়া কাপ। এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামে শ্রীলংকা। এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেনে শুরুতেই লিটন ও সাকিবকে হারায় বাংলাদেশ।
এর পর মুশফিক ও মিথুন মিলে লম্বা ইনিংস খেলে। মিথুন আউট হলে আবারও উইকেটে ধস নামে বাংলাদেশের। একেকে সকল উইকেট পরতে থাকে। এক সময় মুস্তাফিজও আউট হয়। তখন বাংলাদেশের রান ২২৯।
মুস্তাফিজ আউট হলে বাংলাদেশ অলআউট ২২৯ লিখতে গিয়ে থেমে যেত হলো। ঠিক তখন ভাষ্যকারের মুখ থেকে শুনা কী ব্যাপার, মুশফিক কেন মুস্তাফিজের সাথে বেরিয়ে এলেন না? কারণটা বোঝা গেল। অবাক বিস্ময়ে সবাই আবিষ্কার করল, তামিম এক হাতে ব্যান্ডেজ বেঁধে নেমে পড়ছেন মাঠে!
এটা দেখে সাজিবুল নামের এক ভাষ্যকার অবাক হয়ে বললো, ‘ও মাই গড তামিম! আমি তোমাকে ভালোবাসি! তার এই অবিশ্বাস্য সাহস দেখে সত্যিই আমার চোখ দিয়ে অশ্রু চলে এলো’।
ক্রিকইনফোর লাইভ ধারাভাষ্যে লেখা হলো, ‘অবিশ্বাস্য এক দৃশ্য। তামিম ইকবাল এগার নম্বর ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে হাঁটছেন। তাও মাত্র এক হাত দিয়ে? অসাধারণ দৃশ্য। তামিম ইকবালের পক্ষ থেকে অবিস্মরনীয় এক সাহসীকতার কাজ।’
শুধু ভাষ্যকার নয় তামিমের এই দায়িত্ববোধ দেখে টিভি ও গ্যালারীতে থাকা সকল দর্শকদের চোখ দিয়ে অশ্রু বের হয়েছে শনিবার। আর এই ম্যাচে ১৩৭ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ।
তামিকে শ্রদ্ধা জানালেন শ্রীলঙ্কা অধিনায়ক ম্যাথিউস-বাঁ হাতের কবজিতে চোটের কারণে নিজেদের ব্যাটিং ইনিংসের শুরুতেই ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে ড্রেসিং রুমে ফিরে যেতে হয়েছিল তাকে। কিন্তু ইনিংসের শেষ দিকে দলের প্রয়োজনে কেবল ডান হাতকে শক্তি বানিয়েই নেমে পড়লেন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল।

তিনি নামলেন বলেই শেষ দিকে মুশফিকুর রহিমের ঝড়ো ব্যাটিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চ্যালেঞ্জিং স্কোর গড়তে সমর্থ হয় টাইগার দল।

আর খেলা শেষে তামিমকে হাঁটু গেলে এভাবেই শ্রদ্ধা জানান শ্রীলঙ্কা অধিনায়ক ম্যাথিউস।তামিম মাঠে নামার সময় দলের স্কোর ছিল ২২৯। সতীর্থকে এমন সাহস নিয়ে নামতে দেখে সেঞ্চুরিয়ান মুশফিকও যেন হয়ে ওঠেন আরও দুর্দমনীয়। তামিম একপাশ আগলে রাখলেন, মুশফিক ওপাশে তুললেন ঝড়। দলের স্কোরকার্ডে যুক্ত হয় আরও মূল্যবান ৩২টি রান। বাংলাদেশের ইনিংস গিয়ে দাঁড়ায় ২৬১-তে।
