
প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামে শ্রীলংকা। এই ম্যাচে বাংলাদেশ একের পর এক ঊইকেট হারাচ্ছে তখন দলের হাল ধরে মুশফিক। মুশফিকের সাথে লম্বা পথ পাড়ি দিয়েছেলো মিথুন। কিন্তু মিথুনের উইকেটটিও নিয়ে নেয় মালিংঙ্গা। এর পর একাই খেলে চলে মুশফিক।
কিন্তু সেই ম্যাচে মাঠে নামার আগে বুকের পাঁজরে ব্যাথ্যা ছিলো মুশফিকের। এই ব্যাথ্যা নিয়েও খেলে ছিলো এই ব্যাটসম্যান। তবে ব্যাটিংয়ের পর ফিল্ডিংয়ে নামেননি তিনি। তখন ফিল্ডিং করেছে নাজমুল হোসেন শান্ত। পুরোনো পাঁজরের ব্যথা বাড়ায় তার প্রথম ম্যাচে খেলা নিয়ে ছিল অনিশ্চয়তা। কিন্তু ব্যথা নিয়ে মাঠে নেমে দলকে জিতিয়েছেন মুশফিক।
ম্যাচ শেষে পুরস্কার নিতে এসেও বারবার হাসফাঁস করেছেন মুশফিক। বোঝাই যাচ্ছিল পাঁজরের ব্যথা কষ্ট পাচ্ছিলেন। এখন আফগানিস্তানের বিপক্ষে খেলতে পারবে কিনা সেটা সময় বলে দিবে।
