আফগানিস্থান সিরিজ সাকিবের অধিনে হোয়াটওয়াশ হয়।তাই সাকিবের ক্যাপ্টেন্সি নিয়ে ভাবছে বিসিবি।আবারো টেষ্ট অধিনায়ক হতে যাচ্ছে মুশফিক

সোনারগাও হোটেলে বোর্ড সভায় আজ টেষ্ট অধিনায়ক নিয়ে আলোচনা হয়।সেখানে সাকিবকে বাদ দিয়ে আবারো মুশফিকুরকে অধিনায়ক করার প্রস্তাব দেওয়া হয়।

বোড সভায় এখনো চুরান্ত হয়নি কে হবে টেষ্ট অধিনায়ক।আগামি বোর্ড সভায় বিষয়টা চুরান্ত হবে।