গতকালের ম্যাচে উদারহস্তে রান বিলিয়েছেন বাংলাদেশ দলের বোলাররা। ১০০ রানের মধ্যে ৪ উইকেট হারানোর পরও ভারত তাই গড়ে ৭ উইকেটে ৩৫৯ রানের পাহাড় গড়ে।

কিন্তু গতকালের ম্যাচে পেসাররা বেশ ভালো করেছেন। বিশেষ করে মোস্তাফিজুর রহমান। তার উপরেই বাংলাদেশ দলের বিশ্বকাপ সম্ভাবনা অনেকটা নির্ভর করছে। মোস্তাফিজের ছন্দে ফেরা বোলিংকেই হারা ম্যাচে বড় প্রাপ্তি মনে করছেন দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

গতকাল ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে প্রথম ৫ ওভারে দুর্দান্ত বোলিং করেছেন মোস্তাফিজ। ১৯ রানে নেন ১ উইকেট। ২৩ বছর বয়সী এই পেসারের ছন্দে ফেরা বোলিং স্বস্তি দিচ্ছে মাশরাফিকে।

এ ব্যাপারে অধিনায়ক মাশরাফি বলেন, ‘মোস্তাফিজ তার পুরোনো গতিতে ফিরেছে দেখে কিছুটা স্বস্তি লাগছে। সে বোলিংটাও ভালো করছে। কখনও কখনও ১৪০ কিলোমিটারের আশেপাশে বল করছে। যদি সে এমনটা করতে পারে, তবে আমাদের বোলিং ইউনিটটা অন্যরকম হবে। রুবেল আর সাইফউদ্দিনও ভালো করেছে। আমরা নতুন বলে ভালো করার আশা করছি, আয়ারল্যান্ডে যেটা করতে পারিনি।’

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর অ্যাপস ডাউনলোড করতে এখানে ক্লিক করুন