
নভেম্বারের ৪ তারিখ থেকে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ। কিন্তু ইঞ্জুরির করণে এখনও একটি ম্যাচেও খেলতে পারেনি। কুমিল্লার বিপক্ষে ম্যাচ দিয়েই ফিরছেন মুস্তাফিজ ।
সময়টা ভালো যাচ্ছেনা রাজশাহী কিংসের। একের পর এক ম্যাচ হেরেই চলছে তারা। সাতটি ম্যাচের মাত্র ২টি তে জিতেছে তারা। হেরেছে বাকি পাঁচজটি ম্যাচেই। তবে এরই মধ্যে একটা সুখবর পেল তারা।
আগামী ২৫ নভেম্বার কুমিল্লার বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএলে ফিরছেন কাটার মাষ্টার মুস্তাফিজুর রহমান। দক্ষিন আফ্রিকা সফরে গিয়ে পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছিলেন মুস্তাফিজ। তারপর থেকেই মাঠের বাইরে আছেন এই তারকা।
তবে এবার সবকিছু পেছনে ফেলে মাঠে নামতে প্রস্তুত তিনি। আর মুস্তাফিজ কে গিরে আসায় ভঙ্গুর রাজশাহীর বোলিংয়েও কিছুটা শক্তি ফিরে পাবেই বলে মনে করেন দলের কোচ ও খেলোয়াররা।
