আইপিএলের নতুন নিয়মের কারণে এবার আসরে প্রতি দল ৫জন করে খেলোয়াড় ধরে রাখতে পারবে । এর মধ্যে দুজন থাকবে বিদেশী খেলোয়ার। তাই সমস্যা হলো কোন ২ জন বিদেশী কখেলোয়ারকে ধরে রাখবে দল গুলো।

প্রথম আইপিএলে সানরাইজাকে শিরোপা এনে দেয়ার পেছনে যার সবচেয়ে বড় অবদান ছিল কাটার মাস্টার মুস্তাফিজের। তবে তারপর ইনজুড়ি আর অস্ত্রোপচারে বেহাল দশা এই কাঁটার মাষ্টারের। আর সেই চিন্তা করেই মুস্তাফিজের প্রতি আর আগ্রহ দেখাছে না সানরাইজার্স। তাই তারা এবার ছেড়ে দিচ্ছে মুস্তাফিজকে।

কোন পাঁচজন তারকা ধরে রাখবে সানরাইজার্স? সেখানে পাঁচজনের মধ্যে তিনজনের নাম নিশ্চিত হওয়া গেছে। এরা হলেন, ডেভিড ওয়ার্নার, শিখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমার।

এখন সকলের প্রশ হলো, ওয়ার্নার বিদেশী হওয়ায় আর একজন বিদেশী খেলোয়ারকে ধরে রাখতে পারবে সানরাইজার্স। আর সেই একজন যে আফগান স্পিনার রশিদ খান হচ্ছে সেটা একরকম নিশ্চিত।

তবে মুস্তাফিজকে পরে অবশ্য কেনার সুযোগ পাবে সানরাইজার্স। যদি নিলামে কিনে নেয় অথবা নিলামে উঠা সর্বোচ্চ দাম দিয়ে কিনে তাহলে।