আইপিএলের গতকাল (বৃহস্পতিবার) সানরাইজার্স হায়দরাবাদ মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। খুব বেশি সংগ্রহ করতে না পারলেও মোস্তাফিজুর রহমানের দারুণ বোলিংয়ের পরেও এক উইকেটে জয় নিয়েই মাঠ ছাড়ল হায়দরাবাদ।

তবে এ ম্যাচে পরাজিত হলেও অনেকের মন কেড়ে নিয়েছে মোস্তাফিজের বোলিং। বিশেষ করে ম্যাচের ১৯ ওভারে দুর্দান্ত বোলিং করায় মোস্তাফিজকে ‘ম্যাজিশিয়ান’ বললেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার ইয়ান বিশব।

মুম্বাইয়ের করা ১৪৭ রানের জবাবে ব্যাট করতে নামে হায়দরাবাদ। শেষ মুহুর্তে জয়ের জন্য ১২ বলে প্রয়োজন ১২ রান। তখন অসাধারণ এক ওভার বল করে মাত্র এক রান দিয়ে মোস্তাফিজ নিলেন ২টি উইকেট। ধারাভাষ্য কক্ষে ইয়ান বিশপের রোমাঞ্চিত উচ্চারণ ‘ম্যাজিশিয়ান মোস্তাফিজ’। কিন্তু সেই জাদুকরী বোলিংয়েও শেষ রক্ষা হলো না মুম্বাইয়ের। শেষ বলের নাটকীয়তায় শেষ হাসি সাকিবদের । রুদ্ধশ্বাস জয় সানরাইজার্স হায়দরাবাদের।