২০১৬ সালে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে সেই দুর্দান্ত ডেলিভারি টির কথা হয়তো সবারই মনে আছে।প্রায় সব বোলার এর আতঙ্ক রাসেল কে এভাবে আউট করা কোনো বোলার এর পক্ষে অবশ্যই চাট্টিখানি কথা নয়। মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে কাপ্তান রোহিতের মুখেই রহস্য টা শুনুন:

২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সফরে আসে।তখন ফিজ নেট বোলার।নেটে আন্দ্রে রাসেল কে বল করছিলেন মুস্তাফিজ।বোলিং এর সময় ফিজ রাসেল কে কয়েকটা ইয়র্কার ডেলিভারি দিয়েছিল।ওই ইয়র্কার ডেলিভারি গুলো খেলতে রাসেলের তখন অস্বস্তি কাজ করেছিল।

নেটে পাওয়া রাসেলের ওই দুর্বলতা মুস্তাফিজ কাজে লাগান আইপিএলে।বল টি ছিল স্টক বল।বল টি এতই দুর্দান্ত ছিল যে আন্দ্রে রাসেল বল টি ঠেকাতে পারেন নি এবং ভারসাম্য হারিয়ে ক্রিজে পরে যান।

মুস্তাফিজের ওই ডেলিভারি টি আইপিএল ইতিহাসের অন্যতম সেরা ডেলিভারি হয়ে আছে।আর আন্দ্রে রাসেল ও হয়তো সেই ডেলিভারি টি ভুলতে পারেনি