সময়টা ভালো যাচ্ছেনা মুস্তাফিজের। ভালো না যাওয়াটা হলো তার বোলিংয়ের বিরুদ্ধে ব্যাটসম্যানরা আগের মত নড়বড়ে থাকে না। অনেকটাই খরুচে বোলিং তার।
ইনজুরির পর থেকেই নিজেকে হারিয়ে খোজা মুস্তাফিজ ত্রিদেশীয় সিরিজেও ছিলেন খরুচে বোচার। তবে তাতে তার র‍্যাংকিংয়ে অবনমন হয়নি। আগের মতই ১১ নম্বরে আছেন তিনি।
বোলারদের র‍্যাংকিংয়ে সবার উপরে আছে জসপ্রিট বুমরাহ। ৭৭৪ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে আছেন তিনি।

দুই নম্বরে আছেন ট্রেন্ট বোল্ট। ৭৫৯ রেটিং পয়েন্ট তার। তিনে আছেন আফগান তারকা রশিদ খান। তার পয়েন্ট ৭২৬। চারে আছে ইমরান তাহির। তার পয়েন্ট ৭০৩। পাঁচে আছে কাগিয়াসো রাবাদা। তার পয়েন্ট ৭০২

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর অ্যাপস ডাউনলোড করতে এখানে ক্লিক করুন