
বিপিএল থেকে বরিশাল বুলস বাদ পরার জন্য সকলের মনেই প্রশ্ন জাগছে, তাহলে বরিশালের খেলোয়াড়দের কি হবে? সেই সঙ্গে মুস্তাফিজের অবস্থা একবার ভাবুন!
ব্যাংক টাকাসহ আরো কিছু ইস্যুর কারনে বরিশাল বুলস বাদ পরেন এবারের বিপিএল থেকে । আর সেই সঙ্গে মোস্তাফিজ কে নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। কারণ মোস্তাফিজ ছিলেন বরিশাল বুলসের আইকন ক্রিকেটার । তবে এখন আর দল নিয়ে চিন্তা করতে হচ্ছে না কাটার মাস্টার মুস্তাফিজকে । কেননা তাকে দলে রেখে দেওয়ার চিন্তা করেছে তার পুরাতন দল ঢাকা ডাইনামাইটস। এমনটায় জানিয়েছে ঢাকা ডাইনামাইটসের একটি সুত্র।
তাই আর বিপিএলের নতুন দল নিয়ে যে চিন্তা করতে হবে না মোস্তাফিজকে সেটা বলাই বাহুল্য। বিপিএলের ৩য় আসরের সর্বোচ্চ উইকেট শিকারী মোস্তাফিজ যে ঢাকার হয়েই মাঠ কাপাতে যাচ্ছেন তা এখন সময়ের অপেক্ষা মাত্র।
