
শ্রীলংকা সফরে ত্রিদেশীয় সিরিজ থাকার কারণে শুক্রবার পাকিস্তান সুপার লীগে নিজের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। আসন্ন নিদাহাস ট্রফির কারণে রবিবার দেশে ফিরে আসবেন তিনি।
শুধু মুস্তাফিজ নন, পিএসএলে অংশ নেওয়া যেই সব বাংলাদেশি ক্রিকেটার খেলাছে তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাব্বির রহমানও দেশে ফিরবেন তার সঙ্গে। দেশে ফিরেই শ্রীলংকার উদ্দেশ্যে দলের সঙ্গে রওনা দিবেন তারা।
এদিকে বাংলাদেশী ক্রিকেটাররা চলে আসার কারণে এখন থেকেই তাদের বদলি ক্রিকেটার খুঁজতে শুরু করেছে দলগুলো। ইতিমধ্যে মুস্তাফিজুর রহমানের বদলি ক্রিকেটার পেয়েও গিয়েছে লাহোর।

ফিজ চলে আসার পর তার বদলি হিসেবে কালান্দার্স শিবিরে যোগ দিবেন দক্ষিণ আফ্রিকার পেসার কাইল অ্যাবোট। পিএসএলের টুইটার থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে।
