ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) মূল্য আসলে কতো? তা হিসেব করতে গেলে আপনার মাথা ঘুরে যেতে পারে। বিশ্বের প্রয় প্রতিটি  দেশে আইপিএলের খেলা সম্প্রচার করে বিভিন্ন দেশের টিভি চ্যানেল। তাদের কাছে খেলার স্বত্ব বিক্রি করে স্টার স্পোর্টস। তারা এই স্বত্ব কিনেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে। তাদের এই স্বত্ব নিলামের মাধ্যমে কিনতে খরচ হয়েছে ২১ হাজার দুইশ ৫৬ কোটি টাকা!

এই বিশাল পরিমাণ অর্থ লগ্নি করার ক্ষমতা দেখিয়েই স্টার স্পোর্টস আইপিএলের খেলা সম্প্রচারের অধিকার পেয়েছে। সে দিক থেকে প্রতিটি ম্যাচ সম্প্রচার করার অনুমতি পেতে তাদের গুনতে হয়েছে ৭৭ কোটি ৬৯ লাখ টাকা। সেই হিসেবেই স্টার স্পোর্টসকে একেকটি বল সম্প্রচার করতে খরচ করতে হয়েছে ৩২ লাখ টাকা!

এতো টাকা খরচ করে কতোটা লাভ করতে পারে স্টার স্পোর্টস? নিশ্চয় এমন প্রশ্ন জাগতে পারে। উত্তর হলো বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন টিভির কাছে স্বত্ব বিক্রি করে এবং বিজ্ঞাপন প্রচার করে কয়েকগুণ বেশি টাকা কামিয়ে নেয় তারা। সেই টাকার পরিমাণ কতো? ব্যবসায়িক গোপন বিষয় যেহেতু, সেহেতু এটা জানাও সহজ কথা নয়!