ভারতের ক্রিকেটের জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর শুরুটা ভালো হয়নি মুস্তাফিজুর রহমানের দল মুম্বাই ইন্ডিয়ান্সের। আসরে প্রথম ম্যাচেই চেন্নাই সুপার কিংস এর কাছে শেষ ওভারে হেরে যায় তারা।

এই ম্যাচে প্রথমে ব্যাট করে ১৬৬ রানের টার্গেট দিয়েও ১ বল বাকি থাকতেই হেরে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। ঐদিন বলা হাতে সাদামাটা বোলিং করেছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

আজকের ম্যাচের জন্য মুম্বাই ইন্ডিয়ান্স এর সম্ভাব্য একাদশ :

১) রোহিত শর্মা,

২) হার্দিক পান্ডিয়া,

৩) জসপ্রিত বুমরা,

৪) ক্রুনাল পান্ডিয়া,

৫) ইশান কিষান,

৬) কিয়েরন পোলার্ড,

৭) এভিন লুইস,

৮) সূর্যকুমার যাদব,

৯) মোস্তাফিজুর রহমান,

১০) মায়াংক মারকান্দে,

১১) আকিলা ধনঞ্জয়া।