
ইঞ্জুরির কারণে প্রথম ওয়ানডেতে খেলতে পারেনি মুস্তাফিজুর রহমান।
তবে কাল ম্যাচ শেষে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানালেন, দক্ষিণ আফ্রিকা সফরই শেষ হয়ে গেছে বাঁহাতি এই পেসারের।
শনিবার অনুশীলন করার সময় পায়ে আগাত পায় মুস্তাফিজ। বলিং আক্রমণের সেরা অস্ত্রকে হারিয়ে হতাশ মাশরাফি। রোববার কিম্বার্লির ডায়মন্ড ওভালে প্রথম ওয়ানডেতে ১০ উইকেটে পরাজয়ের পর বাঁহাতি পেসারের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে যাওয়ার কথা জানালেন মাশরাফি।
“ব্যাপারটা কাল থেকে আমরা সবাই জানি। মুস্তাফিজের যখন থেকে লেগেছে তখন থেকে জানি ও আউট অব দ্য টুর্নামেন্ট।”
মাশরাফি জানান, আনুষ্ঠানিকভাবে মুস্তাফিজের অবস্থা সম্পর্কে পরে জানানো হবে। তবে এখন যে অবস্থা তাতে তার খেলার কোনো সম্ভাবনা দেখছিনা আমি।
“আমি যতটুকু জানি, ও এই সিরিজ থেকে পুরোপুরি বাদ। আপনাদের আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”
সোমবার কেপ টাউন যাবে বাংলাদেশ দল। সেখানে হবে মুস্তাফিজের স্ক্যান। এরপর তার মুস্তাফিজের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হবে।
দক্ষিণ আফ্রিকা সফরে সিরিজের বাকি দুটি ওয়ানডে শেষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
