
টানা তিন ম্যাচ শেষ বলে পরাজিত হলো মোস্তাফিজের মুম্বাই। আজকেও শেষ ওভারে দলকে জেতাতে ব্যার্থ হয়েছে মোস্তাফিজ। আজ দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে শেষ ওভারে ১১ রান বাচাতে ব্যার্থ হয় মুস্তাফিজ। ফলে শেষ বলে ৭ উইকেটের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় মুম্বায়ের।
মুম্বাইয়ের দেয়া ১৯৫ রানের জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক গম্ভীরকে দ্রুত ফিরিয়ে দিলেও জেসন রয়ের ব্যাটে দুর্দান্ত ভাবে এগিয়ে চলে দিল্লি। আর তার সঙ্গী ছিলেন তরুণ রিশভ পান্ট। দ্বিতীয় উইকেটে এই দুজনের জুটিতে ৬ ওভারে ৬৯ রান সংগ্রহ করে নিজেদের জয় অনেকটা নিশ্চিত করে দিল্লি। তবে পান্ট ৪৭ করে ফিরে যাওয়ার পর ম্যাক্সওয়েল দ্রুত ১৩ রানে ফিরে যাওয়ায় ম্যাচ চলে যায় মুম্বাইয়ের কাছে।
তবে তখনও যে উইকেটে ছিল জেসন রয় তার ব্যাটে জয়ের দিকে আগাতে থাকে দিল্লি। শেষ ওভারে দিল্লির প্রয়জন ১১ রান তখন মোস্তাফিজের প্রথম দুই বলে চার ও ছয় হাঁকিয়ে দলের জয় অনেকটাই নিশ্চিত করেন রয়। তবে এরপর তিন বল ডট দিলে শেষ বলে সিঙ্গেল নিয়ে দলের জয় নিশ্চিত করেন জেসন রয়। মাত্র ৫৩ বলে ছয় ৪ ও ছয় ৬ এ ৯১ রানে অপরাজিত থাকেন তিনি।
