গত দুই ম্যাচের মতো তৃতীয় ম্যাচেও শেষ ওভারের শেষ বলে নাটকীয়ভাবে পরাজিত হয় মুম্বাই ইন্ডিয়ান্স। গতকাল শনিবার (১৪ এপ্রিল) আইপিএলে ব্যাক্তিগত তৃতীয় ম্যাচে মোস্তাফিজুর রহমানের দারুণ বোলিং সত্ত্বেও হেরেছে মুম্বাই।

এইদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দিল্লির সামনে পাহাড় সমান লক্ষ্য দেয় মোস্তাফিজের দল। ১৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দিল্লির ওপেনার জেসন রয়ের ব্যাটিং তাণ্ডবে দিশেহারা হয়ে পরে মুম্বাইয়ের বোলাররা। তবে এদিনও আগুন ঝড়া ফর্মে ছিলো মোস্তাফিজ।

ম্যাচের শেষ তিন ওভারে দিল্লির প্রয়জন ছিলো ২৪ রান। প্রথম দুই ওভারে মাত্র ৭ রান দেওয়া মুস্তাফিজ ১৮তম ওভারে দেন ৮ রান। ১৯তম ওভারে বুমরাহ ছিলেন আরো দুর্দান্ত। মাত্র ৫ রান দিয়ে আটকে রাখেন দিল্লির ব্যাটসম্যানদের। শেষ ওভারে দিল্লির প্রয়জন ছিলো ৬ বলে ১১ রানের।

প্রথম দুই বলে বলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মেরে ম্যাচ সমতায় আনেন জেসন রয়। এরপর তিনটি অবাক করা ডেলিভারিতে রয়কে বোকা বানান মোস্তাফিজ। ব্যাটেই বল লাগাতে পারেননি তিনি। শেষ বলে দরকার ছিলো এক রান। ম্যাচে আবার ফিরে আসে উত্তেজনা। কিন্তু শেষ বলে কাভার ড্রাইভ করে জয়সূচক রানটি আদায় করেন রয়। আর তাতে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় দিল্লি।

মোস্তাফিজ চার ওভারে ২৫ রানে একটি উইকেট নিয়েছেন।

বুমরাহ ৪ ওভারে ২৭ রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি।

ক্রুনাল পান্ডিয়া ৩ ওভারে ২১ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন।

এছাড়া হাদ্রিক পান্ডিয়া দুই ওভারে ৩২, আসেলা ধনঞ্চয়া চার ওভারে ৪৭, মায়ান্দ মারকান্দে ৩ ওভারে ৪২ রান দিয়েছেন।