
মুস্তাফিজুর রহমান এর বোলিং এ তিনটি ভুল ধরিয়ে দিয়েছেন এবং তা নিয়ে কাজ করা শুরু করে দিয়েছেন মুম্বাই’র বর্তমান বোলিং মেন্টর শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গা।
তিনি বলেন- মুস্তাফিজের ১ম ভুল: ফিজ মূলত ১ টি অস্ত্র দিয়ে বেশি কাজ করতে চাই সেটা হচ্ছে কাঁটার কিন্তু একটা অস্ত্র দিয়ে ক্রিকেট বিশ্বকে বেশি দিন শ্বাসন করা যায়না যার অন্যতম উদাহরন- অজান্থা মেন্ডিস।
মুস্তাফিজের ২য় ভুল কোচের ভূমিকা: হিথ স্ট্রিক গুরুত্ব দিয়েছেন স্লোয়ার আর ইর্য়াকার এর উপর আর ওয়ালস দিচ্ছেন পেস ও বাউন্সারে এই দুইয়ের জন্য সমস্যা ফেইস করতে হচ্ছে ফিজকে।
ফিজের ৩য় ভুল: আগে মুস্তাফিজ ওভারে ৩-৪ টা ইর্য়াকার দিতে পারতো এখন আর সেটা দিতে দেখা যায়না।
