অভিষেক ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটকে কাঁপিয়ে দিয়েছেন- এমন একজন বাংলাদেশি ক্রিকেটার পেসার মুস্তাফিজুর রহমান। যদিও বর্তমানে তার বোলিংয়ে আগের মত ধার নেই। তার উপর রয়েছেন ইনজুরিতে। ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকা সফর শেষ করতে পারেননি মুস্তাফিজ। এখন আবার বিপিএলও মিস করতে।

তবে দুঃসময়ের শিষকে (মুস্তাফিজ) নিয়ে বেশ আশাবাদী আইপিএলের কোচ টম মুডি। জনপ্রিয় কোচ মুডি বিপিএলে রংপুর রাইডার্সের কোচ হিসেবে কাজ করছেন । মুস্তাফিজকে তাঁর দলে পায়নি তার পরও শিষ্যের প্রতি অনুরাগ একটুও কমেনি গুরুর। সম্প্রতি মুস্তাফিজকে নিয়ে স্তুতিও ঝরল তাঁর কণ্ঠে।

টম মুডির মতে, আইপিএলে যেই মুস্তাফিজকে দেখেছিলো তার চেয়ে বর্তমানের মুস্তাফিজ আরও পরিণত। তিনি বলেন, ‘মোস্তাফিজের অপারেশন হয়েছে, এর মধ্যে কাঁধেও একটা অপারেশন করা হয়েছে। কাঁধের অপারেশন করানো হলে একটা পেসারের ছন্দ ফিরে পেতে অনেকটা সময় লেগে যায়। বর্তমান পর্যবেক্ষণে আমার মনে হয়েছে, সর্বশেষ আইপিএলের চেয়ে এখন তার গতি অনেকটাই বেড়েছে। এখন সে অনেক স্বাধীনতা নিয়ে বোলিং করতে পারছে। আমি আশা করছি, সে আবারও আগের মতো ফর্মে ফিরতে পারবে।’

মুডি আরও বলেন, ‘গত দুই বছরে সে যে ধরনের বোলিং করেছে, জাতীয় দলে এবং আইপিএলে নিজের প্রথম মৌসুমে, এতে করে একটা ব্যাপার পরিস্কার যে সে অসাধারণ প্রতিভাবান। শুধু বাংলাদেশের জন্যই নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও এমন বোলার খুব গুরুত্বপূর্ণ।’

রংপুরের দায়িত্ব নিতে বাংলাদেশে পা রেখেছেন মুডি, দক্ষিণ আফ্রিকা সফর ইনজুরির কারণে অপ্রত্যাশিতভাবে শেষ হয়ে যাওয়ায় কারণে দেশে ফিরেছেন মুস্তাফিজ। যদিও পরস্পরের সাক্ষাতের সুযোগ এখনও হয়নি , তিনি বলেন, ‘আমার এখনও তার সঙ্গে দেখা হয়নি। তার বর্তমান অবস্থা সম্পর্কেও আমি খুব একটা অবগত নই। তাই কী করলে সে আরও ভালো করবে, এটা বলার জন্য আমি উপযুক্ত কেউ নই।’