আইপিএলের ১১তম আসরে হায়দ্রাবাদ ছেড়ে নতুন দল মুম্বাইর হয়ে খেলছে মোস্তাফিজ।  ২০১৬ সালের আইপিএলে দুর্ধান্ত পারফর্মারও ছিলেন মোস্তাফিজ। সেই মোস্তাফিজকে চিনেন না এমন লোকের সংখা খুব কমই আছেন ক্রিকেট পাড়ায়।

কিন্তু সেই মোস্তাফিজকে চিনতে পারেনি অস্ট্রেলিয়া গ্রেট ক্রিকেটার মাইক হাসি। সম্প্রতি স্টার স্পোর্টসের হয়ে এক টক শোতে আসেন মাইক হাসি। সেইখানে হাসিকে মুম্বাই-হায়দ্রাবাদের ম্যাচের আগে মোস্তাফিজের রোল নিয়ে আলোচনা করা হয়।

হাসিকে মোস্তাফিজের সম্পর্কে জিজ্ঞেসা করা হলে খানিকটা ইতস্ত বোধ করেন তিনি। পরে সাইড স্ক্রিন দেখে মোস্তাফিজের পরিসংখ্যান পরে শুনান হাসি।