
চলতি আইপিএল আসরে দিল্লীর কাছে পরাজিত হয়ে মিশন শেষ হয়ে গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের। সেই সাথে সাথে শেষ হয়ে বাংলাদেশী পেসার মোস্তাফিজুর রহমানের আইপিএল মিশনও। আইপিএল মিশন শেষে খুব তারাতারি দেশে ফিরবেন কাটার মাস্টার মুস্তাফিজ। আর যোগ দিবেন আসন্ন আফগানিস্তানের বিপক্ষে টি২০ সিরিজের জন্য বাংলাদেশের চলমান ক্যাম্পে। তবে আইপিএল মিশন শেষ হলেও চলতি আইপিএলে নিজেকে যথাযোগ্য ভাবে প্রমাণ করতে পারেননি মোস্তাফিজ।
প্রথম ছয় ম্যাচে একাদশে নিয়মিত ছিলেন তিনি। তবে দলের ব্যর্থতার কারণে একাদশের বাইরে কাটাতে হয়েছে তাকে। কিন্তু শেষ ম্যাচে একাদশে সুযোগ পেয়েও সেরাটা দিতে পারেনি এই বাঁহাতি পেসারের।
এদিকে মুম্বাই আইপিএল থেকে বাদ পরলেও এক সঙ্গে খেলেছেন জাস্প্রিত বুমরাহ এবং মোস্তাফিজুর রহমান। আর সঙ্গী মোস্তাফিজের প্রশংসাও করেছেন এই ডানহাতি পেসার। বুমরাহ জানান মোস্তাফিজে মুগ্ধ করেছে তাকে।
এক সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন এই ডানহাতি পেসার। মুস্তাফিজকে দারুণ একজন বোলার হিসেবে আখ্যায়িত করে বুমরাহ জানান, ‘সে দারুণ একজন বোলার। আমার সাথে কিছু পার্থক্য আছে বোলিং স্টাইলে। তার কাটার তো দুর্দান্ত। বোলার হিসেবে সে খুবই বুদ্ধিমান, এটা ভালো লক্ষণ।’
ডেথ ওভারে মোস্তাফিজ মাথা ঠান্ডা রেখে বোলিং করার প্রশংসাও করলেন বুমরাহ। বুমরাহ’র বলেন, ‘যখন আপনি ডেথ ওভারে বোলিং করবেন, তখন মাঠা ঠান্ডা রাখতে হবে। কারণ আপনি যদি এটা না করেন, দলের ওপরও সেই প্রভাব পড়বে। সেই এই ব্যাপারেও ভালো করছে।’
এদিকে বোলিংএর বিষয় নিয়ে দুজনের মধ্যে আলাপ আলোচনাও হয়েছে বলেও জানিয়েছেন ভারতের এই পেসার। দুজন মিলে কথা বলেই নিজেদের ভুলগুলো শুধরানোর চেস্টাও করেছেন বলে জানান তিনি। বুমরাহ আরও বলেন, ‘আমরা আলোচনা করি, নিজেরা নিজেদের প্রশ্ন করি। যখন আপনি ভিন্ন ভিন্ন মতামত পাবেন, তখন সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। ভালো পরামর্শ পেলে সেটা সবার জন্যই উপকারী।’
