আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ থাকছেনা কাটার মাস্টার। বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং এই সিরিজের দল থেকে বাদ পড়ে গেছেন মুস্তাফিজুর রহমান। গত সোমবার রাতেই তিনি ইনজুরিতে পড়েন। তাই আর দলের সঙ্গে যেতে পারেনি মুস্তাফিজ।

মুস্তাফিজের ইঞ্জুরীর বিষয়টি নিশ্চিত হতে হতে অনেক রাত হয়ে যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সেজন্য মুস্তাফিজের বিকল্প খেলোয়াড়ের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি। তবে আজকের মধ্যেই সিদ্ধান্ত আসতে পারে বিসিবি।

জানা গেছে, মুস্তাফিজের বিকল্প হিসেবে দু’জনকে ভাবা হচ্ছ। তাঁরা হলেন আবুল হাসান রাজু ও শফিউল হোসেন। তবে রাজুর সম্ভাবনা অনেকটা বেশি। বলের পাশাপাশি ব্যাট হাতেও রাজু দারুণ কার্যকর।

মুস্তাফিজের বিষয়টি নিশ্চিত হতে হতে অনেক রাত হয়ে যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সেজন্য মুস্তাফিজের বিকল্প খেলোয়াড়ের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি। আজকের মধ্যেই সিদ্ধান্ত আসতে পারে।

জানা গেছে, মুস্তাফিজের বিকল্প হিসেবে দু’জনকে ভাবা হচ্ছ। তাঁরা হলেন আবুল হাসান রাজু ও শফিউল হোসেন। তবে রাজুর সম্ভাবনা অনেকটা বেশি। বলের পাশাপাশি ব্যাট হাতেও রাজু দারুণ কার্যকর।

বিসিবির নির্বাচকরা অবশ্য এখনো চূড়ান্ত করেননি কাকে দলে নেওয়া হবে। তবে তাদের চিন্তায় রাজু যে এগিয়ে আছেন দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের কথায় আভাস মিলেছে।

মুস্তাফিজের বিকল্প নিয়ে সুজন সাংবাদিকদের বলেন, ‘এখনো ঠিক করা হয়নি। তবে রাজুর সম্ভাবনা বেশি।’