আফগানিস্তান সিরিজের ব্যর্থতা ভুলে গিয়ে সামনের দিলে এগিয়ে যেতে হবে বাংলাদেশের। তাই চলতি মাসের শেষেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজটি শুরু হবে টেস্ট ম্যাচ দিয়ে। এই সিরিজের জন্য দল ঘোষণা করা হবে ২০ তারিখের আগেই। এটা নিয়ে কাজ করছে নির্বাচকরাও, টেস্ট স্কোয়াডও না কি মোটামুটি নিশ্চিতই তবে ২/১ টি জায়গা নিয়ে শেষ মুহুর্তে ভাববে হবে তাদের। কিন্তু একটি জায়গাতে বেশ চিন্তিতই মিনহাজুল আবেদীন – হাবিবুল বাশাররা, আর সেটা হলো মুস্তাফিজকে নিয়ে অনিশ্চয়তা।

আইপিএল থেকে ইঞ্জুরি নিয়ে ফিরে মিস করেছেন আফগানিস্তান সিরিজ, এবার আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরেও অনিশ্চয়তার মুস্তাফিজ। প্রথমে মুস্তাফিজের পাওয়া চোটকে হালকা মনে হলেও এখন সেটা না কি বেশ গুরুতরই মনে হচ্ছে বিসিবির। আর এতেই আশঙ্কা তৈরি হয়েছে মুস্তাফিজকে নিয়ে, এমনিতেই বাংলাদেশের পেস অ্যাটাক খুবই দুঃশ্চিন্তার কারণ। তার উপর ফিজের মত বোলারকে না পাওয়াটা দলের জন্য বড় ক্ষতিও, যদিও শেষ পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট।

উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে দেখা পারে নতুন মুখের, সেটা অবশ্যই পেস বোলিংয়ে, এছাড়াও স্কোয়াডে ডাক পেতে পারেন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।।