
ইনজুরির কারণে ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারেনি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। পুনর্বাসন প্রক্রিয়ায় থেকে এখন পুরোপুরি ফিট হয়েছেন কাটার মাস্টার। গেইলদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে দলের সঙ্গে আছে মুস্তাফিজ। মোস্তাফিজের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
গতকাল (শুক্রবার) আনুষ্ঠানিকভাবে ধরনের বিদেশী ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে মুস্তাফিজকে আগামী ২ বছরের জন্য নিষিদ্ধ করেছে বিসিবি।
এই বিষয়ে পাপন বলেন,
‘মুস্তাফিজ বাইরের ফ্র্যাঞ্চাইজি লীগ খেলতে গিয়ে ইনজুরিতে পড়ছে। আর দেশকে সার্ভিস দিতে পারছে না। আমি মনে করি এটা কোনো ভাবেই গ্রহণযোগ্য না। আমাদের বোর্ডে থাকবে। বোর্ডই তার দেখভাল করবে। আবার ওদের জন্য খেলতে গিয়ে ইনজুরিতে পড়ে জাতীয় দলের হয়ে খেলবে না। আবার তাকে আমরা ঠিক করবো। এটা হতে পারে না। আমি তাকে বলে দিয়েছি, আগামী দুই বছরের মধ্যে তার বাইরে যাওয়া চলবে না।’
শুধু আইপিএল নয় ক্যারিয়ারের প্রথম কাউন্টিতে থেকেও চোট নিয়ে দেশে ফিরেছিলেন মুস্তাফিজ। বারবার বিদেশি লিগ থেকে ইনজুরিতে পড়ে জাতীয় দলকে সার্ভিস দিতে না পারায়ই তাকে নিয়ে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
