২০১৫ সালের জুন মাসের ১৮ তারিখ ওয়ানডে ক্রিকেটে অভিষেক হওয়া এই তারকা এখন পর্যন্ত ২৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে শিকার করেছেন ৪৭টি উইকেট।

২০১৫ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক ম্যাচে পাঁচটি উইকেট শিকার করে সকলের আলো কাড়েন এই তারকা। তার ২য় ম্যাচে নেন ছয়টি উইকেট ও ৩য় ম্যাচে শিকার করে ৩ উইকেট। ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে মোস্তাফিজুর রহমান নিয়েছিলেন ১৩টি উইকেট। এরপর থেকেই প্রতি ম্যাচে আলো ছড়াতে থাকেন কাটার মাস্টার। খেলেছেন বিশ্বের বাহিরের দেশের বড় বড় ঘরোয়া টুর্নামেন্টেও।

পর পর দুই উইকেট নিতে পারলেও কখন হেট্রিক করতে পারেনি। আজ তাত হেট্রিক হল তবে উইকেয়ে নয়। পর পর তিন ওভার মেডেন নিয়ে হেট্রিক করল মুস্তাফিজ।