
মুস্তাফিজুর রহমান টি টুয়েন্টে খেলেছেন ২৪ টি। ২০১৫-২০১৮ পর্যন্ত ২৪ টি ইনিংসে ৯২.২ ওভার বল করে তুলেছেন ৩৫ টি উইকেট। ১৮.৬০ গড়ে ৭.০৫ ইকোনমি রেটে ২ বার ৪ উইকেট সহ রান দিয়েছেন ৬৫১।
ফিজের অভিষেক টি টুয়েন্টি ম্যাচ ছিলো ২৪ এপ্রিল ২০১৫, পাকিস্তানের বিপক্ষে। ফিজ তার ইনিংস সেরা উইকেট পায় ২৬ মার্চ ২০১৬ তে, নিউজিল্যান্ডের বিপক্ষে। এবং ফিজ তার শেষ টি টুয়েন্টি ম্যাচ খেলেছে ১৮ মার্চ ২০১৮, ভারতের বিপক্ষে।
ফিজ তার টি টুয়েন্টি ক্যারিয়ারে ক্যাচ আউট করেছেন সবথেকে বেশী ১৪ বার। বোল্ড আউট করেছেন ১৩ বার। কট বেহাইন্ড ৫ বার। এবং এলবিডব্লিউ ৩ বার। প্রথম ইনিংসে বল করা ম্যাচগুলোতে উইকেট পেয়েছেন ২০ টি, এবং দ্বিতীয় ইনিংসে বল করা ম্যাচে উইকেট পেয়েছেন ১৫ টি।
ফিজ তার ৩৫ উইকেটের ভিতরে টপ অর্ডার ব্যাটসম্যানের উইকেট পেয়েছেন ১৩ টি। মিডল অর্ডার ব্যাটসম্যানের পেয়েছেন ১৭ টি এবং লোয়ার অর্ডারে উইকেট পেয়েছেন ৫ টি। শেরে বাংলা স্টেডিয়ামে টি টুয়েন্টি খেলেছেন ৯ টি। উইকেটও পেয়েছেন ৯ টি।
ডে ম্যাচে ফিজ খেলেছেন ৫ টা ম্যাচ, উইকেট পেয়েছেন ৫ টি। ডে নাইট ম্যাচ ফিজ খেলেছেন ৩ টি, উইকেট পেয়েছেন ৮ টি। এবং শুধু নাইট ম্যাচ খেলেছেন ১৬ টি, উইকেট পেয়েছেন ২২ টি।

শর্ট ফরম্যাটে ফিজের প্রথম উইকেট ছিলো শহীদ আফ্রিদি (২০১৫) এবং সর্বশেষ উইকেট মানেষ পান্ডে (২০১৮)। বাংলাদেশের জেতা ম্যাচগুলোতে ফিজের উইকেট মোট ২০ টি, এবং হেরে যাওয়া ম্যাচে উইকেট সংখ্যা ১৫ টি।
২০১৫ সালে ফিজ খেলেছে ৫ টা ম্যাচ, উইকেট পেয়েছে ৬ টি।
২০১৬ তে ফিজ খেলেছেন ৮ টি ম্যাচ, উইকেট পেয়েছেন ১৬ টি।
২০১৭ তে ফিজ খেলেছেন ৪ টি ম্যাচ, উইকেট পেয়েছেন ৫ টি।
২০১৮ তে ফিজ খেলেছেন ৭ টি ম্যাচ, উইকেট পেয়েছেন ৮ টি।
সাকিব্বাইর ক্যাপ্টেন্সিতে ফিজ খেলেছেন ২ ম্যাচ, উইকেট পেয়েছেন ৩ টি। মাহমুদুল্লাহর ক্যাপ্টেন্সিতে ফিজ খেলেছেন ৫ ম্যাচ, উইকেট পেয়েছেন ৫ টি। মাশরাফির নেতৃত্বে ফিজ খেলেছেন ১৭ টা ম্যাচ। উইকেট পেয়েছেন ২৭ টা। বাংলাদেশ টসে জেতা ম্যাচে ফিজের উইকেট ১৯ টি ও টসে হারা ম্যাচে উইকেট সংখ্যা ১৬ টি।
