
তিন ম্যাচ টি২০ সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ওয়েস্ট-ইন্ডিজকে ১৪৪ রানের টার্গেট দেয় বাংলাদেশ। ১১ ওভারে দলীয় ১০০ রান পূর্ণ করেও শেষ দিকের ব্যাটিং ব্যর্থতায় ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে টাইগাররা।
আর প্রথম ইনিংস শেষ হতেই সেন্ট কিটসে হানা দেয় বৃষ্টি। বৃষ্টি থেমে গেলে ওয়েস্ট-ইন্ডিজকে টার্গেট দেওয়া হয়েছে ১১ ওভারে ৯১ রান। এই ম্যাচে ৯.১ বলে ৩ উইকেট হারিয়ে ৯৩ রান করে জয়ের বন্দরে চলে যায় বাংলাদেশ।
এই হেরে যাওয়া ম্যাচে রেকর্ড গড়েন মুস্তাফিজ। ফিল্ডিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ও ব্যাক্তিগত প্রথম ওভারে বল করতে এসে মোস্তাফিজ নেয় ডাবল উইকেট সাথে দেন মেডেন ওভার। ফিজের কাটারে কাটা পড়ে লুইস ও আন্দ্রে ফ্লেচার। সেই সাথে দ্বিতিয় বাংলাদেশি হিসেবে এই রেকর্ড গড়েন।
