কেমন গেল ফিজের এই অর্ধবছর? ইঞ্জুরির কারণে কিছু সমালোচনা সাথে কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলা হয় নি। ২ বছরের জন্য বিদেশি কোনো লীগে খেলা হবে না ফিজে।

তবে এবছর দারুণ ছন্দে আছে মুস্তাফিজ। ২ টেস্ট ও ৯ ওয়ানডে আর ১০ টি২০ খেলেছেন। ইঞ্জুরির জন্য আফগানের বিপক্ষে টি২০ ও উন্ডিসের বিপক্ষে ২ টেস্ট খেলা হয় নি। এবছর ২ টেস্টে মোট ৬ উইকেট পেয়েছেন,সেটা লংকার বিপক্ষে।

মোট ৯ ওয়ানডে তে ১২ উইকেট। আর ১০ টি২০ তে ১৬ উইকেট। উইন্ডিসের বিপক্ষে ৩ টি২০ তে ৮ উইকেট মুস্তাফিজের।

মোট ২১ আন্তর্জাতিক এ ২২ ইনিংশে ৩৪ উইকেট। যা এবছর আমাদের দেশের আন্তর্জাতিক এ সর্বোচ্চ উইকেট। আগামী মাসে আবার এশিয়া কাপে মাঠে নামবে বাংলাদেশ।