
বাড়িতে বলে আসতেন, “আমি স্কুলে যাই” কিন্তু মাঝপথে গিয়ে বন্ধুদের বলতেন, “তোরা স্কুলে যা,আমি প্রাকটিসে যাব”
ক্রিকেট নিয়ে ধ্যান ধারণ ও ভালবাসা থেকে সাতক্ষীরা জেলা,তারপর খুলনা ডিভিসন, বাংলাদেশ অ১৯ থেকে জাতীয় দল। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে টি২০ এর জন্য সবাই স্টেডিয়ামে ঢুকছে। সব ভক্তরা সব প্লেয়ারকে ডাকছে কিন্তু মুস্তাফিজ কে?
টি২০ ধামাকা আফ্রিদি ও হাফিজকে আউট করে চেনালেন। ভারতের বিপক্ষে ৫ উইকেট দিয়ে ওয়ানডে যাত্রা ও ৪ উইকেট নিয়ে আফ্রিকার বিপক্ষে টেস্ট যাত্রা তার।
আমলা, ডি কক, রোহিত, রায়না, আফ্রিদি, হাফিজ, রাসেল, গাপটিল সহ অনেক তারকাকে পরাস্থ করে নিজেকে চিনিয়েছেন।
৩০ ওয়ানডেতে ৫৬ উইকেট।সেরা ৬/৪৩, ৫ উইকেট ৩ বার।
টেস্টে ১০ ম্যাচে ২৬ উইকেট। সেরা ৪/৩৭। টি২০ তে ২৭ ম্যাচে ৪৩ উইকেট। সেরা ৫/২২, ৫ উইকেট ১ বার।
সব ধরণের টি২০ তে ৭৩ ম্যাচে ৯৩ উইকেট। সেরা ৫/২২।
আইপিএল ২৪ ম্যাচে ২৪ উইকেট। সেরা ১৬/৩।
ফার্স্ট ক্লাস ২৭ ম্যাচে ৭৬ উইকেট।সেরা ৫/২৮, ৫ উইকেট ১ বার।
লিস্ট এ ৩৫ ম্যাচে ৬৮ উইকেট। ৫ উইকেট ৪ বার।
বিশ্বের বিভিন্ন লীগ খেলেছেন ফিজ।আইপিএল, বিপিএল, পিএসএল, কাউন্টি লীগ।
ইঞ্জুরির অপারেশনের পর অনেকে ভেবেছিল ফিজ হারিয়ে গেছে।না, ফিজ আবারো জ্বলে উঠেছে। এভাবেই দেশকে আরো নেতৃত্বে দিবে এটাই কামনা।
শুভ জন্মদিন মুস্তাফিজুর রহমান
