এশিয়া কাপে অলিখিত সেমি-ফাইনালে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামে পাকিস্তান। প্রথমে টসে জিতে ব্যাটিং করে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। তবে মুশফিক ও মিথুনের রানের উপর ভর করে ২৩৯ রান করে বাংলাদেশ। জয়ের জন্য পাকিস্তানের টার্গেট থাকে ২৪০ রান।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশী বলারদের তান্ডবে সব কয়টি ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ২০২ রান করে পাকিস্তান। যার ফলে ৩৭ রানের জয় নিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।

দলের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেয় মুস্তাফিজ। সেই সাথে ২ উইকেট নিয়ে দলের জয়ে গুরুতপূর্ণ ভূমিকা পালন করে স্পিনার বলার মিরাজ। দলের অন্য বলার রুবেল, মাহমুদুল্লাহ ও সৌম্য সরকার নেয় ১ করে উইকেট। এদিন কোন উইকেটের দেখা পায়নি মাশরাফি।

তবে এই জয়ের দিন বিশ্ব রেকর্ড করল মুস্তাফিজ। পাকিস্তানের বিপক্ষে লাস্ট ওভারে মেডয়েইন দিয়ে বিশ্ব রেকর্ডস এর খাতাই নাম লেখলো কাটার মাস্টার মোস্তাফিজ।