বাংলাদেশ ক্রিকেট দলের উপর দিয়ে বয়ে চলেছে ইঞ্জুরির কালো ছায়া। ইনজুরিতে রয়েছে দলের গুরুতপূর্ণ ক্রিকেটাররা। সেই সাথে ইঞ্জুরিতে রয়েছে মুস্তাফিজ। মুস্তাফিজের রয়েছে কাঁধের ইঞ্জুরি নিয়ে।

এশিয়া কাপ চলাকালীন ছিলো তার এই ব্যাথা। কাঁদের এই ব্যাথা নিয়ে খেলেছে এশিয়া কাপ। কাউকে বুজতে দেয়নি তার কাঁধের ব্যাথা। তবে বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে বলে ছিলো তার ব্যাথার কথা।

ইনজুরিতে পড়া মুস্তাফিজকে নিয়ে আমিনুল ইসলাম বুলবুল বলেন, `সঠিকভাবে কাঁধের পরিচর্যা না করা এবং টানা ক্রিকেট খেলার কারণে কাঁধে সমস্যা হচ্ছে মুস্তাফিজের।’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘মুস্তাফিজ আমাকে যা বলেছেন তাতে আমি চিন্তিত। অপারেশন সফল হলেও অনেক সময় দীর্ঘ সময় ব্যথা থেকে যায়। বিশ্রাম, কিছু নিয়মনীতির মধ্য দিয়ে যেতে হয়। মুস্তাফিজের প্রতি নিবিড় যত্ন নেওয়া দরকার বিসিবির। দলে ফিজিও আছেন, মেডিকেল টিম রয়েছেন, তাদের উচিৎ মুস্তাফিজের কাঁধের পরিচর্যা করা। আর যতটা সম্ভব ওর উপর থেকে খেলার চাপ কমানো।’