বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে সব থেকে কম ম্যাচ খেলে অর্ধশত উইকেটের মালিক হলেন  ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান। ২০১৫ সালের জুন মাসের ১৮ তারিখ ভারতের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় এই তারকার। ত্রিদেশীয় সিরিজের ফাইলান ম্যাচে উপল থারাঙ্গাকে শিকার করে প্রথম বাংলাদেশী হিসেবে ২৭ ম্যাচে ওয়ানডেতে ৫০ উইকেট শিকার করলেন।

ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ৫০ উইকেট শিকারের দিক থেকে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এখন পর্যন্ত সকলের সেরা আব্দুর রাজ্জাক। ক্যারিয়ারের ৩২তম ওয়ানডে ম্যাচে তিনি ৫০তম উইকেটের মালিক হয়েছিলেন। ক্যারিয়ারের ৩৯তম ওয়ানডেতে খেলে ৫০ উইকেট শিকার করেছিলেন পেসার সৈয়দ রাসেল।

২০১৫ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক ম্যাচে পাঁচটি উইকেট শিকার করে সকলের আলো কাড়েন এই তারকা। তার ২য় ম্যাচে নেন ছয়টি উইকেট ও ৩য় ম্যাচে শিকার করে ৩ উইকেট। ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে মোস্তাফিজুর রহমান নিয়েছিলেন ১৩টি উইকেট। এরপর থেকেই প্রতি ম্যাচে আলো ছড়াতে থাকেন কাটার মাস্টার। খেলেছেন বিশ্বের বাহিরের দেশের বড় বড় ঘরোয়া টুর্নামেন্টেও।