নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিবকে ছেড়ে দিয়েছে তার পুরনো দল কলকাতা।  কিনেছে মুস্তাফিজের সাবেক দল সানরাইজার্স হায়দ্রাবাদ। আর হায়দ্রাবাদ ছেড়ে দিয়েছে মুস্তাফিজকে। সেই মুস্তাফিজকে কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স।

মুস্তাফিজের জন্য প্রথম দাম হাকায় দিল্লি।  তারা ২ কোটি রুপি মুল্য হাকায়। এরপর ২.২ কোটি রুপি দাম হাকায় মুম্বাই।  দিল্লি আর সামনে না এগোলে তাকে কিনে নিয়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স।

সানরাইজার্সের কাছে সুযোগ ছিল রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে মুস্তাফিজকে কেনার।  কিন্তু তারা  মুস্তাফিজকে রাখেনি।

আইপিএলে নিজের প্রথম মৌসুমে সানরাইজার্সকে শিরোপা এনে দিয়েছিলেন মুস্তাফিজ।  ছিলেন দলটির মধ্যমনি।  তার পরের বারও ছিলেন দলটিতে।  কিন্তু সুযোগ পাননি মেলে ধরার।  এবার তাকে ছেড়ে দিয়েছে সানরাইজার্স।  আর সেই সুযোগে কিনে নিয়েছে মুম্বাই।