
আইপিএলে নতুন ঠিকানা পেয়েছে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁহাতি এই পেসারকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
শনিবার (আজ) আইপিএলের নিলামে মুস্তাফিজকে ২ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় মুম্বাই। তার ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি।
মুম্বাই ইন্ডিয়ান্সে এর আগে খেলার অভিজ্ঞতা হয়েছিল বাংলাদেশের আরেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের।
মুস্তাফিজকে পাওয়ার লড়াইয়ে ছিল দিল্লি ডেয়ারডেভিলস ও মুম্বাই ইন্ডিয়ান্স। ডাক শুরু করেছিল দিল্লি। শেষ পর্যন্ত তাকে পায় মুম্বাই।তাকে দলে পেয়ে ফেইসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মাধ্যমে তাকে স্বাগতম জানায় মুম্বাই ইন্ডিয়ানস।
Bumrah, Mustafizur and now, Pat Cummins! That pace attack is looking lethal already! Pace, cutters, yorkers, slower-ones, bouncers – you name it! There is no skill
Mustafizur Rahman isn’t a master at! Paltan, are you happy with one of Bangladesh’s finest in our team? #IPLAuction #MISquad2018 #CricketMeriJaan
