
আজ শেষ হলো আইপিএলের নিলাম। এরই ভিতর প্রতিটি দলই তাদের দল গুছিয়ে নিয়েছে। এখন আসল লড়াই মাঠে। আর এই নিলামে বাংলাদেশের কাটার মাষ্টার মুস্তাফিজকে ২.২ কোটি রুপিতে কিনতে পেরে খুশি মুম্বাই ইন্ডিয়ান্স।
গত দুই মৌসুম সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছিল মুস্তাফিজ। প্রথম মৌসুমেই জিতিয়েছেন দলটিকে শিরোপা। তবে দ্বিতীয়বারে ইনজুড়ি আর ফর্মহীনতায় ভুগেছিলেন তিনি। তাই এবার নিলামেও আর আগ্রহ দেখায়নি দলটি। তবে আস্তে আস্তে র্ফম ফিরে পাচ্ছেন মুস্তাফিজ।
সর্বশেস ত্রিদেশীয় সিরিজেও দারুন খেলেছেন তিনি। এবার চলুন দেখে নেয়া যাক, মুস্তাফিজের মুম্বাইয়ে আর কারা আছেন?
মুম্বাই পূর্ণ স্কোয়াড:
দেশী:
১) জাসপ্রিত বোমরাহ,
২) হার্ডিক পান্ডেয়া,
৩) রোহিত শর্মা,
৪) নিদেশ,
৫) সার্দ লুম্বা,
৬) ইশান কিশান,
৭) ক্রুনাল পান্ডে,
৮) সুর্য্যকুমার যাদব,
৯) সিদ্দেশ লাদ,
১০) সৌরভ তিওয়ারি,
১১) আদিত তারে,
১২) প্রদিপ সাংওয়ান,
১৩) মহসিন খান,
১৪) মায়নাক মার্কান্দে,
১৫) তাজিন্দের সিং,
১৬) অংকুল রয়,
১৭) রাহুল চাহার।
বিদেশী:
১) মুস্তাফিজ,
২) কাইরেন পোলার্ড,
৩) জেশন বেহরেনডর্ফ,
৪) বেন কাটিং,
৫) এভিন লুইস,
৬) জেডি ডুমিনি,
৭) প্যাট কামিন্স,
৮) ধনাঞ্জয়া।
