আইপিএল খেলতে গিয়ে বারবার চোটে পড়ছেন মুস্তাফিজ, ক্ষতিগ্রস্ত হচ্ছে জাতীয় দল। ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়ে টাইগার জার্সিতে সিরিজ মিস করছেন। মুস্তাফিজের বারবার চোটে পড়ায় তাই উদ্বিগ্ন বিসিবি। সামনের বোর্ড সভায় মুস্তাফিজের আইপিএল খেলায় আসতে পারে নিষেধাজ্ঞা।

আইপিএল মিশন শেষে ক্যাম্পে যোগ দিয়েছিলেন। হালকা চোট নিয়েও অনুশীলনে ছিলেন খোসমেজাজে। প্রস্তুতি ম্যাচে নির্ধারিত ৪ ওভার বোলিংও করেছিলেন মুস্তাফিজ। চোটের অবস্থা তখনও টের পাননি টাইগার পেইস সেনসেশন।

হালকা চোট আমলে নেননি মুস্তাফিজ। বিসিবির মেডিক্যাল টিমও বুঝতে পারেনি চোট কতটা গুরুতর। টাইগাররা দেশ ছাড়ার আগ মুহুর্তে বিসিবি মেডিকেল টিমকে চোটের খবর জানান ফিজ। দেরিতে জানানোয় এখন সমস্যায় পড়ে গেছে টাইগার ম্যানেজমেন্ট। দ্রুত বিকল্প ক্রিকেটার খুঁজতে বিপদে পড়তে হবে নির্বাচকদের।

ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টিতে খেলে মুস্তাফিজের চোটে পড়ার ঘটনা এখন নিয়মিত। আগেও আইপিএল থেকে চোট নিয়ে ফিরেছেন। এবারও একই অবস্থা। বারেবারেই জাতীয় দল, তার সার্ভিস মিস করছে। পেইস আক্রমণের বড় অস্ত্রকে আগলে রাখতে তাই কঠোর হতে হচ্ছে বোর্ডকে।

মাসখানেক মাঠের বাইরে থাকতে হচ্ছে মুস্তাফিজকে। জুলাইয়ের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ চ্যালেঞ্জ। তার আগেই ফিট কাটার মাস্টারকে পাওয়ার প্রত্যাশা।