বিপিএলের দিনের ১ম ম্যাচে শক্তিশালী কুমিল্লার বিপক্ষে দারুণ এক জয় পায় রাজশাহী। আর এই ম্যাচে বল হাতে করেন মোস্তাফিজ। তার করা অসাধারণ বলেই আজ জয়ের দেখা পায় রাজশাহী।

মুস্তাফিজ যখন নিজের ওভারে বোলিংয়ে আসলেন তখন দারুণ ছন্দে ছিলেন তামিম ইকবাল। আগের ওভারগুলোতেই চার-ছয়ে বাউন্ডারি পার করেছেন বল। তার প্রথম বলটিতে এক রান নিয়ে তামিমকে স্ট্রাইকে দিয়েছিলেন বিজয়।

কিন্তু সেই ওভারে আর বল খেলার সুযোগ পাননি বিজয়। কারণ পরের পাঁচটি বলই যে ডট ছিল। প্রথম ওভারে মাত্র ১ রান দিয়ে আজ দারুণ কিছু করারই আভাস দিয়েছিলেন ফিজ।

দ্বিতীয় ওভারে যখন বোলিংয়ে এসে দিয়েছেন মাত্র ৪ রান খরচ করেন ফিজ। মারমুখী ব্যাটসম্যান আফ্রিদিকে টানা তিনটি বল ডট দেন। ভিক্টোরিয়ান্সের পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি যখন কায়েস আহমেদের বলে চার-ছয়ের ফোয়ারা ছোটাচ্ছিল তখনই নিজের তৃতীয় ওভারে বোলিং করতে এসেই তাঁর লাগাম টেনে ধরেন কাটার মাস্টার।

আবারো মুস্তাফিজের টানা চারটি বলে রান নিতে ব্যর্থ হন আফ্রিদি। যার ফলেই চাপে পড়ে যান তিনি আর পরের বলেই হয়ে যান আউট। আর এই ম্যাচেও মোস্তাফিজের বলে বাউন্ডফারি মারতে পারেননি কেউই।