
সবশেষ রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার হয়ে এল ক্লাসিকোতে খেলেছিলেন নেইমার। বার্সার জার্সিতে আর দেখা যাবে না ব্রাজিলিয়ার সুপারস্টারকে। নতুন ঠিকানা এখন ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।
নেইমার ভক্তদের অপেক্ষা এখন পিএসজির হয়ে কবে মাঠ মাতাবেন তিনি। কবে পিএসজির জার্সি গায়ে মাঠে দেখা যাবে নেইমারকে।না তার জন্য আর অপেক্ষা নয়। কালই মাঠে নামবেন ব্রাজিলিয়ান পোস্টার বয়। আগামীকাল শনিবার পিএসজির লিগ ম্যাচের শুরুতেই মাঠে দেখা যাবে নেইমারকে।
এদিন ১০ নাম্বার জার্সি গায়ে মাঠে নামবেন তিনি। ২২২ মিলিয়ন ইউরোতে ট্রান্সফার ফি’র অতীতের সব রেকর্ড ভেঙে পিএসজিতে গেছেন নেইমার। ফরাসি চ্যাম্পিয়ন ক্লাবটিতে নেইমারের বেতন বার্সার চেয়ে প্রায় দ্বিগুণ। পার্ক দেস প্রিন্সেসের ক্লাবটিতে বছরে ৪৫ মিলিয়ন ইউরো পাবেন তিনি।
নতুন ক্লাবে নেইমারের বেতন পড়বে সপ্তাহে ৫ লাখ ২০ হাজার পাউন্ড। চুক্তির অংশ হিসেবে পিএসজির মালিকানাধীন হোটেলগুলোর লভ্যাংশের একটা অংশও পাবেন নেইমার।
