
৩১ ডিসেম্বর শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে (বিসিবি)। দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও পেসার কামরুল ইসলাম রাব্বি। দল থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, শুভাশিস রায় চৌধুরী, সৌম্য সরকার ও সাব্বির রহমান। সেই সাথে দলে একমাত্র নতুন মুখ অনূর্ধ্ব-১৯ দলের ১৭ বছর বয়সী অফস্পিনার মোহাম্মদ নাঈম হাসান।
নাঈম হাসান প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন ৪ ম্যাচ। সেখানে উইকেট শিকার করেছে ৯টি। আজ কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে দুটি উইকেট নেন নাঈম হাসান। অল্প বয়সে আরেকজন ক্রিকেটারকে আন্তর্জাতিক আঙিনার কঠিন মঞ্চে ঠেলে দেয়ার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
তিনি বলেন, ‘ইংল্যান্ডের সাথে মেহেদী হাসান মিরাজকে ডেব্যু করিয়েছি। ও কিন্তু তখন অনভিজ্ঞ ছিল। অনূর্ধ্ব-১৯ দল থেকে নিয়েছিলাম। নাঈম হাসান যেহেতু বিসিবির প্রোগ্রামে আছে, ইমার্জিং কাপে খেলেছিল, সামর্থ্য আছে বলে আমরা মনে করি।’যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে দল হারলেও দারুণ বোলিং করেছেন নাঈম।
মিনহাজুল এ সম্পর্কে বলেন, ‘আজকেও ভারতের সাথে ভালো বোলিং করেছে নাঈম। বাড়তি একজন স্পিনার খেলানো হতে পারে সেটি মাথায় রেখেই আমরা ওকে রেখেছি। হোমে স্পিনের উপরে জোর দিয়েছি। এজন্য ব্যাকআপ রাখা।
