বাংলাদেশ ক্রিকেটের প্রধান কোচ চন্ডিকা হাতুরুসিংহে পদত্যাগ পত্র জমা দিয়েছে। তিনি আর বাংলাদেশের কোচ থাকতে চায়না। তার নিজ দেশ শ্রীলংকার কোচ হতে চায়।

এনিয়ে শাহারিয়ান নাফিজ বলেন, ‘চান্ডিকা খুব ভালো কাজ করছিলেন এবং তার সাফল্যের হার ভালো ছিল। তবে ক্রিকেট এমন একটা খেলা যেটা কারো জন্য অপেক্ষা করে না। তিনি না থাকলে অন্য কেউ কোচ হবে। আশা করছি, বাংলাদেশ দল যে সফলতার পথে ছিল, সেখানেই থাকবে। তার নির্দেশনায় বাংলাদেশ ভালো খেলছিল।

মূল খেলাটা কিন্তু ক্রিকেটাররাই খেলে। উনার অধীনে যা হয়েছে, তার পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকেই এসেছে। বোর্ডও কোথাও চলে যাচ্ছে না, ক্রিকেটাররাও কোথাও চলে যাচ্ছে না। আমি মনে করি, একজন ব্যক্তির জন্য বাংলাদেশ ক্রিকেটের কোনো ক্ষতি হবে না।’