
বিপিএলের ৫ম আসরের দ্বিতীয় কোয়ালিফাই ম্যাচটি রোববার (১০ ডিসেম্বর) শুরু হলেও বৃষ্টির কারণে এবং কর্তৃপক্ষের নিয়ম সিদ্ধিতে ম্যাচের বাকি অংশটুকু আজ সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে। খেলা শুরু হওয়ার ৭ ওভার শেষ হলে বৃষ্টি হানা দিলে খেলা বন্ধ হয়ে যায়। এরপর বৃষ্টি বন্ধ হলে বল মাঠে গড়ায়নি। এর পর বিসিবি ও বিপিএল শীর্ষ কর্তারা মিলে কুমিল্লা শিবিরকে বাই-লজ প্লেয়িং কন্ডিশনের আলোকে খেলা শুরুর কথা বলে।
কিন্তু কুমিল্লা তাতে রাজি হয়নি। তবে শেষ পর্যন্ত কুমিল্লা শিবিরের সব বিকল্প বাদ দিয়ে সোমবার (১১ ডিসেম্বর) দ্বিতীয় দিন বন্ধ হয়ে যাওয়া অবস্থা থেকে ম্যাচ খেলতে রাজি হয়। সেই আলোকে আজ সন্ধ্যা ৬ টায় ম্যাচের বাকি অংশ শুরু হবার কথা রয়েছে। সন্ধ্যা ছয়টায় খেলা শুরু হবে- সবাই উন্মুখ অপেক্ষায়।
ঠিক এরকম অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কুমিল্লা ভিক্টোরিয়ানসের ম্যানেজিং ডিরেক্টর নাফিসা কামালের একটি স্ট্যাটাস তোলপাড় সৃষ্টি করেছে। তিনি ফেসবুকে লেখেন, ‘আমার মতে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স মাঠে বাকি ছয় দলের সঙ্গে লড়াই করছে। আমাকে, আমার অধিনায়ক ও কোচকে বিপিএলের ভাবমূর্তি নষ্টের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
যে বিপিএলের ভাবমূর্তি আমার বাবা এনেছে। আমাদের নোটিশের জবাব দেওয়া শেষ তারিখ সোমবার। আমরা ইতিমধ্যে নির্ধারিত বৃষ্টিপাতের সময় শেষ করে ফেলার জন্য ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছি, এরপরও আমরা ওই দিন দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচ খেলবো। আল্লাহ ভরসা।’
রবিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ার রংপুর-কুমিল্লা ম্যাচটি শেষ হতে দেয়নি বৃষ্টি। বিভিন্ন নাটকের পর খেলা চলে যায় রিজার্ভ ডে’তে। আজ পুনরায় মাঠে নামবে মাশরাফি-তামিম বাহিনী। সন্ধ্যা ৬টায় মিরপুরে শুরু হবে খেলা। আগের দিন যেখানে থেমে গেছে, আজ সেখান থেকেই শুরু হবে ম্যাচটি।
