২০১৫ সালের বিপিএলে আসে কুমিল্লা ভিক্টরিয়ান্স। এবং প্রথম আসরে চ্যাম্পিয়ান হয় কুমিল্লা। পরের বার গ্রুপ পর্ব থেকে বাদ পরে কুমিল্লা। সদ্য শেষ হওয়া বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে সেমি ফাইনাল থেকে বিদায় নেয় কুমিল্লা ভিক্টরিয়ান্স।

আজ বিপিএল ২০১৭ নিয়ে কথা বললেন কুমিল্লা ভিক্টরিয়ান্সের চেয়ারম্যান নাফিসা কামাল।

তিনি বলেন”, খেলা নিয়ে কুমিল্লার মানুষের যে ভালোবাসা পেয়েছি তা কখনও ভোলার নয়। আমরা আগামী চ্যাম্পিয়ন ট্রফি নিয়েই কুমিল্লায় ফিরব।’

সেই সঙ্গে সে সময় তার বাবা পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ক্রিকেট এবং বিপিএল নিয়ে অবদানের কথা তুলে ধরেন। আজ রবিবার কুমিল্লা নগরীর পদুয়ার বাজারের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।