
গত শনিবার রংপুর রাইডার্সকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে তামিমের দল কুমিল্লা ভিক্টরিয়ান্স। দলের এমন সাফল্যের জন্য খুশি হয়ে দলের খেলোয়াড়দের আইফোন এক্স উপহার দিয়েছেন কুমিল্লা ভিক্টরিয়ান্সের মালিক নাফিসা কামাল।
যদিও সেই ঘোষনাটি আগেই দিয়ে রেখেছিলেন তিনি। শুধু পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার কারনে এই ফোন উপহার দেননি নাফিসা কামাল। ফোনটি দেওয়ার আরো একটি উদ্দেশ্য আছে। তাই তিনি আগেই ঘোষণা দিয়েছিলেন রংপুরের বিপক্ষে ম্যাচ জিতলে দলের সকল খেলোয়াড়দের ‘আইফোন এক্স’ উপহার দিবেন।
এমন ঘোষণা শুনার পর হয়তো তামিম বাহিনী রংপুর রাইডার্সের বিপক্ষে নিজের সেরাটা দিয়ে খেলেছিলেন। আর সেই জন্যই ৪ উইকেটের বিরাট জয়ও পেয়েছিলো কুমিল্লা।
আর পয়েন্ট তেবিলের উপরে থাকা কুমিল্লার জন্য যে সেটি বাড়তি উন্মেদনা হয়ে দাঁড়ালো সেটিও আর বলার অপেক্ষা রাখে না।
