কয়েক দিন আগেই ঘরের মাঠে অনুষ্ঠিত হয়েগেলো ত্রিদকয়েেশীয় সিরিজ। এই সিরিজে চার ম্যাচে ব্যাট হাতে নেমে মোটে ৪২ রান করেন সাব্বির। ঢাকা টেস্টে দুই ইনিংসে মিলিয়ে সংগ্রহ করেন ১ রান। ঢাকা মাঠিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে তার ব্যাট থেকে আসে ১ রান। একাদশের সুযোগ পাননি সিলেটের ম্যাচে।

দক্ষিণ আফ্রিকার সফরের গিয়ে দুই টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমে ব্যার্থ ছিলেন তিনি। করেছেন ১৯ ও ৫ রান। পরিসংখ্যান বলছে সব মিলিয়ে গত ১২ মাসে ৫টি টি-টোয়েন্টি ম্যাচে ১২ গড়ে মাত্র ৬০ রান করেছেন সাব্বির।

তবে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক সাব্বিরকে দলে রাখা নিয়ে দিলেন একটি ভুল তথ্য, ‘গত এক বছরে ওর টি-টোয়েন্টি রেকর্ডে দেখবেন, বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান ওর। সেই হিসেবে, ওর অভিজ্ঞতাও যথেষ্ট।’

গত এক বছরে টি-টোয়েন্টিতে টাইগার ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান সৌম্য সরকারের (২০৬)। এই তালিকায় সাব্বির আছেন ছয়ে।  শ্রীলঙ্কায় ত্রিদেশীয় নিদহাস কাপে সাব্বিরের দলে থাকার আরেক যোগ্যতা বিদেশে খেলার অভিজ্ঞতা।

টুর্নামেন্টে অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ ভারত থাকাতেও নাকি বিবেচিত হয়েছেন সাব্বির, ‘যেহেতু বিদেশে খেলা, অভিজ্ঞ দলের বিপক্ষে খেলা, ভারত আছে; এ জন্যই ওকে নেয়া। ও পিএসএল খেলতে গেছে, আশা করি সেখানে ফর্মে ফিরবে।’