মিনহাজুল আবেদিন নান্নু। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বাংলাদেশ দলের প্রধান নির্বাচক। সম্প্রতি আশরাফুল এর দলে ফেরা নিয়ে তার বিস্ফোরক মন্তব্যে অনেকেই তার প্রতি ক্ষিপ্ত।

আশরাফুল বিষয়ে কথা বলার যোগ্যতা তার আদৌ আছে কিনা এ বিষয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছে ক্রিকেট পাগল ভক্তরা। তার পদ প্রধান নির্বাচক এর সামর্থ্য নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। যেখানে সৌম্য, সাব্বির, ইমরুল, মোসাদ্দেক নিয়মিত খারাপ খেলে যাচ্ছেন আর তিনি বারবার তাদের সুযোগ দিয়েই যাচ্ছেন।

বর্তমান দলে তামিম,সাকিব,মুশফিক,মাহমুদুল্লাহ ছাড়া আর কারও যায়গা দলে পাকাপোক্ত নয়। তার পরেও তিনি আশরাফুলের কোনো সুযোগ দেখেন না। বাংলাদেশ ক্রিকেট উপড়ে নয় বরং লাটে উঠানোর জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এমন ভাবেও ক্ষোভ প্রকাশ করেছে অনেকে।

এবার দেখে নেই তার ক্যারিয়ারের ব্যাটিং পরিসংখ্যানঃ

২৭ ম্যাচে ২৬ ইনিংসে ১৮.৮৭ গড়ে ৪৯.৮৩ স্ট্রাইক রেটে ৪৫৩ রান করছেন। ৫০ করেছেন ২ টি। এমন পারফরমেন্স নিয়ে যে জাতীয় দলে খেলেছেন তাই জন্য ভালোর মর্ম আপনি কি বুঝবেন?দায়িত্ব পালন করতে পারেন বা না পারেন এইরকম মন্তব্য করে মান সম্মান খোয়ায়েন না বলেও মন্তব্যে করে ক্রিকেট ভক্তরা।