বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর বাসায় চুরি হয়েছে। বর্তমানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাথে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে নান্নু ও তার স্ত্রী।

মোহাম্মদপুর নবোদয় হাউজিং-এ মিনহাজুল আবেদীন নান্নুর দোতলার থাকেন। সেদিন তার বাসার জানালার গ্রিল কেটে চুরর ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। তবে কি কি চুরি গেছে তা এখনও জানা যায়নি। তবে, সবগুলো কক্ষ এলোমেলো।

নান্নু ও তার স্ত্রী না থাকায় তার স্বজনরা প্রতিদিন একবার এসে দেখে যায়। কিন্তু, শনিববার রাত নয়টার দিকে দরজা ভেতর থেকে আটকানো দেখতে পান। সন্দেহ হওয়ায়, তারা বাইরে থেকে দরজা ভেঙে ঢুকে ভেতরে সব এলোমেলো দেখতে পান এবং পুলিশে খবর দেন।