বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।

চলতি বছরের ২ নভেম্বর শুরু হবে ফ্রাঞ্চাইজিভিত্তিক আসরটি।এবারের আসরটিতে বেশ কিছু দিকের পরিবর্তন করা হয়েছে।

এর মধ্যে আইকন ক্রিকেটারদের স্বাধীন দেওয়া হয়েছে। তারা চাইলে যেকোনো ফ্রাঞ্চাইজির হয়ে খেলতে পারবেন।

এছাড়াও আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণের ক্ষেত্রেও স্বাধীনতা দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

এর আগে আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করেছিলো বিসিবি।

সাকিব আল হাসানের সাথে অন্য আইকনদের পারিশ্রমিকে অনেক পার্থক্য ছিল বলে অভিযোগ করা হয়েছিলো।

গত আসরে সাকিবের পারিশ্রমিক ছিল ৫৫ লাখ। আর মাশিরাফি মতুর্জা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদের পারিশ্রমিক ছিল ৫০ লাখ। সাব্বির ও সৌম্যের পারিশ্রমিক ছিল ৪০ লাখ করে।

এ নিয়ে তুমুল সমালোচনা হয়েছিলো। তাই এই বছর বিপিএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে আইকনরা যেহেতু দরকষাকষি করেই তাহলে ফ্রাঞ্চাইজির সাথে আলোচনা করে পারিশ্রমিক নির্ধারণ করবে।

এছাড়া বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব আরো বলেন, ‘যারা ‘এ’ ক্যাটাগরিতে থাকে তারা বিসিবির অধীনে যেসব টুর্নামেন্ট হয়, সেখান থেকে বছরে এক কোটি টাকার মতো পায়।

এবারের বিপিএল আসরে ‘এ’ ক্যাটাগরিতে এখন পর্যন্ত মোট ১১ জন জায়গা পেয়েছেন। এই তালিকায় রয়েছেন ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, শুভাগত হোম চৌধুরী, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন, মমিনুল হক, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, রুবেল হোসেন ও আব্দুর রাজ্জাক।