বিপিএলে উড়ে চলছে সিলেট সিক্সার্সের। রাজশাহী কিংসকে ৩৩ রানে হারিয়ে টানা তিন ম্যাচ জয় তুলে নিলো সিলেট। গতবারের রানার্সআপ দল রাজশাহী প্রথম দুই ম্যাচই পরাজিত।

আগামী কাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভার বেটিং করে ৬ উইকেট হারিয়ে ২০৫ রান করে। শুরুতে দারুন ভাবে খেলে গেলেও শেষ পর্যন্ত রাজশাহী করে ১৭২ রান।

আর এতেই ৩৩ রানের জয় তুলে নেয় সিলেট সিক্সার্স। এটা নিয়ে টানা ৩য় জয় পেল সিলেট সিক্সার্স। এই জয়ের ফলে বিপিএল এবারের আসরে একক ভাবে ৬ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে নাসির হোসেনের দলটি।

সিলেটের পর দুই ম্যাচে এক জয় নিয়ে ঢাকা ডাইনামাইটস আছে দ্বিতীয় অবস্থানে। সাকিবের দলের পয়েন্ট দুই। অবশ্য একই পয়েন্ট নিয়ে দুই ম্যাচে এক জয় নিয়ে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্সের অবস্থান তৃতীয় অবস্থানে। এছাড়া দুই ম্যাচে এক জয়ে দুই পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চিটাগাং ভাইকিং দুই ম্যাচে এক জয় নিয়ে আছে পঞ্চম স্থানে।

এর পর আছে রাজশাহী, ও খুলনা। যারা এখনো জয়ে দেখা পায়নি।

জয়ের হ্যাটট্রিক হয়ে গেল নাসিরদের। আজ বুধবার খুলনা টাইটানসদের বিপক্ষে ঘরের মাঠে শেষ ম্যাচটিও নিশ্চয়ই জয় দিয়ে শেষ করতে চাইবেন তাঁরা।