বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। এই বিপিএলের ইতিহাসে এক হাজার রান করা ক্রিকেটারদের তালিকা খুব একটা লম্বা না। এই তালিকায় আছেন বাংলাদেশের সাত জন ক্রিকেটার।

তবে মজার ব্যাপারটি হচ্ছে এই তালিকায় শুধু নাসির হোসেন এবং ইমরুল কায়েসই এবারের বিপিএলের আইকন নন, তবে বাকী পাঁচজনই কোনো না কোনো দলের আইকন।

তালিকায় শীর্ষে অবস্থান করছে মাহমুদুল্লাহ রিয়াদ। বিপিএলে তার মোট রান সংখ্যা এখন ১৩৩৬।

দ্বিতীয় স্থানে আছে রাজশাহী কিংস এর আইকন এবং সহঅধিনায়ক মুশফিকুর রহিমের সংগ্রহ ১২৯২ রান।

এছাড়া এই তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছেন দেশসেরা ওপেনার এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলপতি ও আইকন তামিম ইকবাল খান। তার সংগ্রহ ১০৬৯ রান।

ঢাকা ডায়নামাইটস অধিনায়ক ও আইকন সাকিব আল হাসান আছেন চতুর্থ স্থানে(১০৫৮)।

১০৫১ রান নিয়ে পঞ্চম স্থানে আছে ইমরুল কায়েস। এছাড়া ‘বিপিএলের হাজারি ক্লাবে’ আরও আছেন সিলেট সিক্সার্সের আইকন সাব্বির রহমান রুম্মান (১০৪৩)।

তালিকায় শেষ বাংলাদেশী ১০১৮ রান করা নাসির। তবে মজার বিষয় হচ্ছে এক হাজার রান করা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম ফিফটি নাসির হোসেনের, আবার সবচেয়ে কম ডাকও (শুন্য রানের ইনিংস) নাসিরেরই!  নাসির করেছেন মাত তিন ফিফটি, ৫৫ ম্যাচের ৪৫ ইনিংসে ব্যাট করে একবারও ডাকের দেখা পাননি তিনি।

আবার এক হাজার রান করা ক্রিকেটারদের মধ্যে একমাত্র সেঞ্চুরি আছে সাব্বির রহমানের।  আবার ইমরুল কায়েসের সঙ্গে যৌথভাবে সবচেয়ে বেশি ডাকও সাব্বিরের দখলেই।

সাব্বিরের দখলে আছে বিপিএল ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ১২২ রানের ইনিংস, আবার ৫৮ ম্যাচের ৫১ ইনিংসে ব্যাট করে ছয়টা ডাকও আছে তার। ৪৬ ইনিংস ব্যাট করে ৬টা ডাক আছে ইমরুলেরও।