গতকাল রাতে ট্রোয়েসের বিপক্ষে ২-০ গোলে জয়লাভ করে নেইমার-কাভানির পিএসজি। একটি গোল নেইমার করে আর অন্যন টি নেইমারের এসিস্টে কাভানি বল জালে জড়ায়।

আর এ জয়ের ম্যাচেও আবার পেনাল্টি নিয়ে মনমালিন্য তৈরি হয় নেইমার ও কাভানির মধ্যে।আবারও তলিয়ে যাওয়া বিতর্ক নতুন করে ভাসিয়ে দিলেন পিএসজির এই দুই তারকা।

ঘরের মাঠে খেলা শুরু হওয়ার ৪০ মিনিটের সময় পিএসজি তারকা কাভানিকে পেনাল্টি বক্সের ভেতরে ফেলে দেন ট্রোয়েসের এক খেলোয়াড়। রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে খুব বেশি সময় নেননি।

নেইমার পেনাল্টি কিক করবেন বলেই মনে হচ্ছিল। তবে উরুগুয়ে ফরোয়ার্ড নিজেই বল নিয়ে এগিয়ে যান। এবার আর কাড়াকাড়ির মত ঘটনা ঘটায়নি নেইমার। দূর থেকেই দেখেলেন কাভানির কাণ্ড।  কাভানি যখন পেনাল্টি কিক নেয়ার তখন একটু দূরে সরে যান নেইমার। পেনাল্টি কিকের লড়াইয়ে জিতেও হেরে যায় কাভানি। তার নেয়া কিক রুখে দেন ট্রোয়েসের গোলরক্ষক। পেনাল্টি মিস করার পর কাভানিকে কিছু একটা বলেছিলেন নেইমার।

এর আগের বার যখন মাঠের ভিতর পেনাল্টি নিয়ে কাড়াকাড়ি লেগেছিল তখনই স্পট-কিক থেকে গোল করতে পারেননি উরুগুয়ে ফরোয়ার্ড। ফলে আগামী দিনগুলোতে কাভানি নয়; নেইমারই যে পেনাল্টি কিক নিতে অগ্রাধিকার পাবেন সেটি আর বলার অপেক্ষা রাখে না।