বিশ্বকাপের আগে সব দলই প্রীতি ম্যাচ খেলে নিজেদের শেষবারের মত পরীক্ষা করতে চাচ্ছে। তারই ধারাবাহিকতায় ব্রাজিলও একই কাজটি করে যাচ্ছে। আগামী মার্চে রাশিয়া ও জার্মানীর বিপক্ষে খেলবে তারা।

তবে জুনের ৩ তারিখে পর্তুগালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিলো ব্রাজিল। কিন্তু সেখানে ছোট একটা ঝামেলা ছিল। টিটে চেয়েছিল ম্যাচটি হোক ৩ তারিখে। কিন্তু পর্তুগাল চেয়েছিল ম্যাচটি ২ তারিখে আয়োজন করতে। তাই একদিনের জন্য সেটি আর হয়ে উঠেনি।

তবে পর্তুগাল না হলেও ইউরোপের আরেক শক্তিধর দেশের বিপক্ষেই ৩ তারিখে মাঠে নামবে ব্রাজিল। সেই দলটি হল লুকা মড্রিচের ক্রোয়োশিয়া। আর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে লিভারপুলের মাঠ আনফিল্ডে।